চাঁদপুরে সড়কের দুই পাশে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৭ জুন ২০২৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে উঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের বার বার বলা হলেও স্থাপনা সরিয়ে নেয়নি। তাই যানজট নিরসন ও জনসাধারণের চলাচলের জন্য সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হচ্ছে।

উপজেলার শাহরাস্তি গেট ও কালিয়াপাড়া এলাকায় সব মিলিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

শরীফুল ইসলাম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।