বালু-রং মিশিয়ে ভেজাল সার তৈরি, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৭ জুন ২০২৫

পাবনায় বালু ও রং দিয়ে তৈরি করা হতো ভেজাল সার এবং কীটনাশক। এরপর সেগুলো সরবরাহ করা হতো বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে।

এমন অভিযোগের সত্যতা মেলায় ‘লেভেল কেয়ার এগ্রো’ নামে সার ও কীটনাশক প্রক্রিয়াজাতাকারী একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে পাবনার শিল্প নগরী বিসিকের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করেন অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

আভিযানিক দল জানায়, বিসিকের কিছু প্রতিষ্ঠান সার ও কীটনাশক জাতীয় পণ্য প্রক্রিয়াজাত করে থাকে। এরমধ্যে লেভেল কেয়ার এগ্রো অন্যতম। এ প্রতিষ্ঠানগুলোর কোনো পণ্য উৎপাদন করার সুযোগ নেই। শুধু প্রক্রিয়াজাত করতে পারে। অথচ বালু ও রং মিশিয়ে লেভেল কেয়ার এগ্রো ভেজাল সার এবং দানাদার কীটনাশক তৈরি করে আসছিল। এ ভেজাল সার ও কীটনাশক আমদানি করা আসল পণ্যের সঙ্গে মিশিয়ে পরিমাণ বাড়িয়ে খুচরা ও পাইকারদের কাছে সরবরাহ করতো।

এছাড়া বিসিকের অনুমোদন ছাড়াই বোরন ও জিপসামের মতো সার প্রক্রিয়াজাত করতো। অভিযানে এসব প্রমাণ মেলায় লেভেল কেয়ার এগ্রোকে জরিমানা করা হয়। এছাড়া নকল কীটনাশক প্রক্রিয়াজাতকরণের অভিযোগে আরও একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, বালু ও রং দিয়ে নকল সার ও কীটনাশক তৈরির প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বিষয়টি স্বীকার করেছেন। এরপর জরিমানা আদায় করে লেভেল কেয়ার এগ্রোকে সাময়িক সিলগালা করা হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।