স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালিয়েছে স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৮ জুন ২০২৫
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সানজিদা আক্তার স্মৃতিকে (১৭) হত্যার পর স্বামী সিফাত বোরকা পরে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সিফাত পলাতক।

স্থানীয়রা জানান, গৃহবধূ সানজিদা আক্তার স্মৃতির সঙ্গে সিফাতের দুই বছর প্রেমের সম্পর্ক ছিল। সেই সঙ্গে গত তিন মাস আগে তারা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা কারণে দাম্পত্য কলহ লেগে থাকতো।

এরই মধ্যে মঙ্গলবার সকালে তাদের একে অপরের সঙ্গে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতর হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্মৃতির কোনো খোঁজ না পেয়ে তার চাচি বাড়িতে আসেন। দরজায় ভেতর থেকে বন্ধ দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্মৃতির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। সেই সাথে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আরিফ পাঠান বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। তবে ঘটনার পর থেকে স্বামী বোরকা পরে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মোবাশ্বির শ্রাবণ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।