মানিকগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি
মানিকগঞ্জের শিবালয়ে পুকুরে ডুবে মো. সংগ্রাম খান (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৮জুন) দুপুরে উপজেলার জমদুয়ারা গ্রামের বাড়ির কাছের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
মো. সংগ্রাম খান মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, মামা বারেক খানের সঙ্গে গোসলে যান মো. সংগ্রাম খান। গোসল শেষে মামা বাড়ি ফিরলেও সংগ্রাম ফেরেননি। পরে পুকুরপাড়ে তার স্যান্ডেল দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ডুবে থাকা অবস্থায় সংগ্রামের দেহ উদ্ধার করে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাম্মী আক্তার জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
মো. সজল আলী/আরএইচ/এএসএম