সিদ্ধিরগঞ্জে বিহারি ক্যাম্পে অভিযান, অস্ত্রসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় মাদক, দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করা হয়। বুধবার (১৮ জুন) দিনগত রাতে দেড় ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, ফারজানা আক্তার (৩০) ও আয়েশা বেগম (৫০)। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাকের কাপড়, ১৭ পিস ছোট-বড় বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ সাত হাজার ১১৩ টাকা, ৮৪ রোল ও ২০০ গ্রাম গাঁজা, ১১টি মোবাইল ফোন ও একটি ডিজিটাল পাল্লা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. আকাশ/আরএইচ/এএসএম