সিদ্ধিরগঞ্জে বিহারি ক্যাম্পে অভিযান, অস্ত্রসহ দুই নারী আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:১১ এএম, ১৯ জুন ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় মাদক, দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করা হয়। বুধবার (১৮ জুন) দিনগত রাতে দেড় ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, ফারজানা আক্তার (৩০) ও আয়েশা বেগম (৫০)। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাকের কাপড়, ১৭ পিস ছোট-বড় বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ সাত হাজার ১১৩ টাকা, ৮৪ রোল ও ২০০ গ্রাম গাঁজা, ১১টি মোবাইল ফোন ও একটি ডিজিটাল পাল্লা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. আকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।