স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৯ জুন ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যার দায়ে মো. মানিক পাটোয়ারীকে (৫৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় দেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় স্ত্রী আনোয়ারা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে মো. মানিক পাটোয়ারী। এ ঘটনায় নিহতের মেয়ে স্বর্নালী বাদি হয়ে মামলা করেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম বলেন, আদালত ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে মানিক পাটোয়ারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দাম্পত্য কলহের জেরে মানিক পাটোয়ারি তার স্ত্রীকে হত্যা করেন বলে প্রমাণিত হয়।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।