নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:১২ এএম, ২১ জুন ২০২৫
নাটোরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন/ছবি সংগৃহীত

নাটোরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) বিকেল ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের কাজীপাড়ার জিল্লুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৭), গাজীপুরের রাজেন্দ্রপুরের আতিক (৩৬), সদর উপজেলার পণ্ডিতগ্রামের আহাদ আলীর ছেলে বাবু ও তুষার। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার বিকেলে রাজশাহী থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি নাটোর যাচ্ছিল। একই সময় সিরাজগঞ্জ থেকে রাব্বি নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি অটোরিকশার চালক বাবু ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অপর তিন যাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহিদুলের মৃত্যু হয়। গুরুতর আহত আতিক ও তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাদের মৃত্যু হয়।

নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।