বক্তৃতার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এবি পার্টির নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২১ জুন ২০২৫

সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আব্দুল কাদের (৫৫)।

তিনি এবি পার্টির জেলা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি। সাতক্ষীরার ডাংগীপাড়া এলাকার ইসহাক আলী মাস্টারের ছেলে।

শনিবার (২১ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

এবি পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব আলমগীর হুসাইন বলেন, সভায় বক্তৃতাকালে বুকে ব্যথা অনুভব করেন আব্দুল কাদের। সঙ্গে সঙ্গে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।