নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৫ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২২ জুন ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র মামলায় মো. ইকবাল (৪৫) নামে যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইকবাল ফতুল্লার সস্তাপুরের আব্দুল করিমের ছেলে। রায় ঘোষণার সময়ে আসামি ইকবাল আদালতে উপস্থিত ছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০০৪ সালের ১২ জুলাই ফতুল্লার কুতুবাইল এলাকায় ইকবালের কক্ষ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি ৩২ বোরের রিভলভার উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় সাত সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামির উপস্থিতিতে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।