নাটোরে খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০৫ জুন ২০১৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনিল গোমেজ (৬৫) নামে এক খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সুনিল গোমেজ বনপাড়া খ্রিষ্টান পল্লীর যোশেফ গোমেজের ছেলে।  

পুলিশ ও পত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো রোববার সকালে সুনিল গোমেজ বাড়ি থেকে বের হয়ে গির্জায় যান প্রার্থনার জন্য। প্রার্থনা সেরে তিনি সকাল ৮টার দিকে বাড়ির পাশেই মুদি দোকান খুলে বসেন।

এদিকে,  দুপুর ১২টার দিকে স্থানীয় কিছু লোকজন দোকানে পণ্য কেনার জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে দোকানের ভেতরে  ঢুকে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছে সুনিল গোমেজ। তার ঘাড় পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কখন কিভাবে হত্যা করেছে জানাতে পারেনি স্থানীয় লোকজন।  

সুনিল গোমেজের মেয়ে স্বপ্না জানান, ষাটোর্ধ্ব এই বৃদ্ধার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তারপরও এই ধরনের হত্যাকাণ্ডে হতবাক তারা।

খ্রিষ্টান পল্লীর পুরোহিত ফাদার হিউবার্ট রিবেরু বলেন, এ রকম একজন নিরীহ লোকের হত্যাকাণ্ডে তারা বাকরুদ্ধ।

এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, সুনিল গোমেজকে কুপিয়েই হত্যা করা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয় এখনো পরিষ্কার নয়। স্থানীয় লোকজন কাউকে হত্যা করতে দেখেনি। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর চালিয়ে যাচ্ছে।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।