ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৩ জুন ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে পৌর শহরের ভৈরবপুর কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। এ ঘটনায় আটক আল আমিন (২৬) নিহতের ছেলে। তারা ভৈরবপুর উত্তরপাড়া কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বিজ্ঞাপন

ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে রাত দেড়টার দিকে পাশের রুমের বাসিন্দার চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন তাদের রুমে তালাবন্ধ। এসময় তাদের রুমে সামনে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে রাতেই জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় রুমের ভেতরে নিহত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক শক্তি মৃধা জানান, গভীর রাতে ৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এসময় বাবাকে কুপিয়ে হত্যার সন্দেহে ছেলে আল আমিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজীবুল হাসান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।