যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে কলেজছাত্রী নিহত

যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় আফিয়া খাতুন (২৩) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এতে তার পিতা মহিদুল ইসলাম আহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কপোতাক্ষ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফিয়া খাতুন চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আহত অবস্থায় তার বাবা মহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকাল ৯টার দিকে আফিয়ার বাবা মহিদুল ইসলাম মেয়েকে নিয়ে কলেজ থেকে মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কপোতাক্ষ নদের ওপরে ব্রিজ পার হলে পেছন থেকে একটি দ্রুতগামী বাস মটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। আফিয়া মোটরসাইকেলের পেছন থেকে বাসের চাকার নিচে ছিটকে পড়লে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এতে মোটরসাইকেল চালক মহিদুল ইসলাম মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা আফিয়া ও মহিদুল ইসলামকে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন। মহিদুল ইসলামকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত ও পিতা গুরুতর আহত হয়েছেন।
মিলন রহমান/এমএন/এএসএম