গোডাউনে মিললো আড়াই হাজার কেজি মেয়াদোত্তীর্ণ মসলা

বগুড়ায় আড়াই হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খাবার অযোগ্য মসলা জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে শহরের রাজাবাজার এলাকায় মসলার গোডাউনে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করে জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ খাবার অযোগ্য মসলা রাখার দায়ে জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। তার গোডাউনে দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তকমা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের দুই হাজার ৬০০ কেজি মেয়াদোত্তীর্ণ মসলা ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে মসলাগুলো জব্দ করা হয়েছে। এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।
এলবি/জেডএইচ/এমএস