মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবকে নিয়ে লেখা বই, স্থানীয়দের ক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৩ জুন ২০২৫
মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একাধিক বই

কুষ্টিয়ার কুঠিপাড়া মডেল মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদভিত্তিক পাঠাগারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা বইয়ের তালিকায় স্থান পেয়েছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একাধিক বই। ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক বই বিতরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন স্থানীয়রা।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, কুষ্টিয়ায় বর্তমানে ২০০ থেকে ৩০০টি মসজিদভিত্তিক পাঠাগার পরিচালিত হচ্ছে। ২০২৩ সালে নতুনভাবে ১৯টি পাঠাগার অনুমোদন পায়। মসজিদভিত্তিক এসব পাঠাগারের জন্য ঢাকা থেকে কিছু বই পাঠানো হয়। এসব বইয়ের মধ্যেই ‌‘মুজিব বচন’, ‘ইতিহাসের রক্তাক্ত ঘটনাবলী’, ‘১৫ আগস্ট’, ‘বঙ্গবন্ধুর উক্তি সংগ্রহ’সহ নানা ধরনের বই অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবকে নিয়ে লেখা বই, স্থানীয়দের ক্ষোভ

সম্প্রতি জগতি পশ্চিমপাড়া জামে মসজিদের পক্ষে পাঠাগারের জন্য বই ও বুকশেলফ চাওয়া হলে ইসলামিক ফাউন্ডেশন প্রদত্ত তালিকায় এসব বই দেখতে পান মসজিদের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান পলাশ। এর পরপরই স্থানীয়ভাবে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুস্তাফিজুর রহমান পলাশ অভিযোগ করে বলেন, ‘ধর্মীয় পাঠাগারে কোরআন-হাদিস সংক্রান্ত বই থাকার কথা, সেখানে বঙ্গবন্ধুর ওপর লেখা বই কীভাবে এলো? আমরা গণঅভ্যুত্থানের পরে এমন রাজনৈতিক প্রভাব দেখার আশা করিনি।’

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের কর্মকর্তারা বিষয়টি ‘চেপে যেতে’ বলেন এবং অনুরোধ করেন যেন এটি গণমাধ্যমে না আসে।

মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবকে নিয়ে লেখা বই, স্থানীয়দের ক্ষোভ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলিম মুজাহিদ নামের আরেক ব্যক্তি বলেন, ‘আমরা যখন বই নিতে যাই, তখন বান্ডিল খুলে দেখি কোরআন-হাদিসের সঙ্গে শেখ মুজিবের বইও রয়েছে। কিছু পাঠাগারে বুকশেলফেও এসব বই আগে থেকেই রাখা ছিল।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলার উপপরিচালক হেলালুজ্জামান বলেন, বইগুলো ২০২৩ সালে পাঠানো হয়েছিল। লোকবল সংকটের কারণে প্রতিটি বই চেক করা সম্ভব হয়নি। আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক থাকবো।

আল-মামুন সাগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।