দিনাজপুরে দুজনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৪ জুন ২০২৫

দিনাজপুরে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বুথে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে তাদের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র ও অপরজন গৃহবধূ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তের জন্য র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হয়। গত দুদিন কেউ টেস্ট করতে না আসলেও মঙ্গলবার উপসর্গ নিয়ে আসা ১১ জনের করা হয়। টেস্টে দুজনের পজিটিভ পাওয়া যায়।

দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ জানান, প্রাথমিক রিপোর্টে দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের নমুনা নেওয়া হয়েছে। আবারও আরপিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।