চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে
নাশকতার মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাজাহান মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলী জবদুল হক জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি শিবগঞ্জ থানায় দায়ের করা জমসেদ আলী হত্যা মামলা ও একই তারিখে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করেন জেলা বিএনপির সভাপতি শাজাহান মিয়া।
বিস্ফোরক মামলায় জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী জামিন নামঞ্জুর করার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলায় আত্মসমর্পণ করলে আদালতের বিচারক শরিফুল ইসলাম জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান দেন।
মোহা. আব্দুলাহ/এআরএ/পিআর