বগুড়ায় রাতভর সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:২৯ এএম, ২৫ জুন ২০২৫

বগুড়ার রাজাপুর ইউনিয়নের মণ্ডল ধরন এলাকায় রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাতে এ অভিযান চলে। লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালালো হয়।

অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ও উদ্ধার করা অস্ত্র-মোবাইল পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।