দিনাজপুরে আরও এক করোনা রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৫ জুন ২০২৫

দিনাজপুরে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হলেন।

বুধবার (২৫ জুন) দুপুরে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। তিনি শহরের বালুবাড়ী এলাকার বাসিন্দা। তার বয়স ৫৭ বছর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসেন আটজন। পরে পরীক্ষায় একজনের শরীরে শনাক্ত হয়। বাকিদের রেজাল্ট নেগেটিভ এসেছে।

দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক রিপোর্টে একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় দুদিনে তিনজন করোনা রোগী শনাক্ত হলেন।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।