ফরিদপুরে পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৫ জুন ২০২৫

ফরিদপুরে পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলা ধলার মোড়ে তাদের মৃত্যু হয়।

তারা হলেন, তামিম (২১) ও আব্দুল্লাহ মারুফ (২১)। তারা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।

তামিমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ও আব্দুল্লাহ মারুফ নোয়াখালীর সুধারাম উপজেলার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেল হক শামীমের ছেলে। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, তারা প্রথমবর্ষের শিক্ষার্থী। তারা কলেজের বাইরে কোথাও থাকতো। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।