দিনাজপুরে চালের বাজারে অভিযান, ৩ ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৫ জুন ২০২৫

দিনাজপুরে চালের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কোনো কারণ ছাড়া দিনাজপুরে চালের দাম বৃদ্ধি পায়। সে কারণে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে বাহাদুর বাজারে চালের বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় চালের দাম বৃদ্ধি ও মূল্যতালিকা না টাঙানো না থাকায় মেসার্স সুমন ব্রাদার্সকে ৫০০ টাকা, মেসার্স রাকিব ট্রেডার্সকে এক হাজার টাকা এবং মেসার্স রিপা চাউল ঘরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।