আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল

বিনামূল্যে ২০ শিশুর ঠোঁট-তালুকাটা রোগের সফল অস্ত্রোপচার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৬ জুন ২০২৫

নাটোর সদরের চাঁদপুরে অবস্থিত আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ঠোঁটকাটা তালুকাটা ২০ শিশুর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহকারী অধ্যাপক বার্ন, প্লাস্টিক ও ক্লেফট সার্জন ডা. মোহাম্মাদ মাজহারুল হকের নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল টিম দিনভর ঠোঁটকাটা ও তালুকাটা ২০ শিশুর সফল অস্ত্রোপচার করেন। চাঁদপুরের গোরস্তান বাজার এলাকায় অবস্থিত আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে প্রতিমাসে একবার অপারেশন করা হয়।

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এমদাদুল হক জাগো নিউজকে বলেন, চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি এই হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করারও ব্যবস্থা রয়েছে। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এখানে প্রায়ই অসহায় ঠোঁটকাটা তালুকাটা দরিদ্র রোগীদের অপারেশন করা হয়। ঢাকায় যেখানে একজন রোগীর ২ থেকে ৭ লাখ টাকা খরচ হয়, আমরা সেখানে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে এই সেবা দিয়ে থাকি। আমাদের অপারেশনে গত এক বছরে সফলতার হার শতকরা একশত ভাগ। এই ত্রুটিযুক্ত শিশুর অভিভাবকরা নিবন্ধন করে এই সুবিধা নিতে পারেন।

বিনামূল্যে ২০ শিশুর ঠোঁট-তালুকাটা রোগের সফল অস্ত্রোপচার

ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহকারী অধ্যাপক বার্ন, প্লাস্টিক ও ক্লেফট সার্জন অধ্যাপক ডা. মোহাম্মাদ মাজহারুল হক জাগো নিউজকে বলেন, ঠোঁটকাটা তালুকাটা একটি জন্মগত ক্রটি। যখন কোনো পরিবারে এ ধরনের শিশুর জন্ম হয়, তারা হতাশায় ভোগেন। তবে ১০ মাসের মধ্যে অথবা কিছু বেশি বয়সী শিশুদের অপারেশনের মাধ্যমে স্বাভাবিক আকৃতি ও অন্যান্য ক্রটি দূর করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। কোনো কোনো ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাদের মুখের গঠন স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হয়।

তিনি বলেন, এটি একটি ব্যয়বহুল চিকিৎসা হলেও আমজাদ খান মেমোরিয়াল হাসপাতালের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এ ধরনের রোগীদের সহায়তায় এগিয়ে আসছে।

পাবনার উল্লাপাড়া থেকে ছেলেকে নিয়ে আসা এক মা জাগো নিউজকে বলেন, সন্তানের চিকিৎসা করার মতো টাকা পয়সা তাদের নেই। তিনি জানতে পারেন নাটোরের আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের চিকিৎসা করা হয়। এখানে আসার পর তার সন্তানের অপারেশন করা হচ্ছে। তাদের চিকিৎসা সেবা ও ব্যবহারে আমি খুব খুশি। এখানে দরিদ্র অসহায় মানুষদের এই সেবা আমাদের মনে থাকবে। আমরা ঋণী।

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাজীব জানান, বৃহস্পতিবার দিনভর ২০ জন শিশুর ঠোঁট ও তালুকাটা রোগের অপারেশন করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।