কৃষকের জালে ধরা পড়লো বিশালাকৃতির বিগহেড, ৬ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৬ জুন ২০২৫
মাছটির ওজন সাড়ে ১২ কেজি

দিনাজপুর সদর উপজেলার গৌরীপুরে পুনর্ভবা নদীর স্লুইসগেটে সাড়ে ১২ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার ২৬ জুন) সকালে সদর উপজেলার গৌরীপুর ভজনপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে কৃষক আলিম উদ্দিনের (৪৫) জালে মাছটি ধরা পড়ে।

প্রতিবেশী কামরুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে পুনর্ভবা নদীর স্লুইসগেটের কাছে স্থানীয়রা মাছ শিকার করছেন। মাছও ধরা পড়ছে অনেক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরের দিকে জাল নিয়ে মাছ ধরতে যান কৃষক আলিম উদ্দিন। সকালে তার জালে বিগহেড মাছটি ধরা পড়ে। পরে ওজন করে দেখা যায়, এর ওজন সাড়ে ১২ কেজি। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

আলিম উদ্দিন জানান, ৫০০ টাকা কেজি দরে মাছটি ছয় হাজার ২৫০ টাকায় তিনি বিক্রি করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। ছয় হাজার টাকার মাছ খেলে তো আর পেট ভরবে না। এই টাকা সংসারের অনেক কাজে লাগবে।’

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।