এইচএসসি

পরীক্ষার্থীদের জন্য জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৬ জুন ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস ব্যবস্থা করেছে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টায় সরকারি মুড়াপাড়া কলেজ থেকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশ্যে বাসগুলো ছাড়া হয়।

পরীক্ষার্থীরা যাতে কোনো রকম দুশ্চিন্তা ছাড়া ও মানসিক প্রশান্তি নিয়ে সঠিক সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য এই উদ্যোগ নিয়েছেন কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

তার এ ব্যতিক্রম উদ্যোগে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে নিরাপদে বাড়ি ফিরে আসেন পরীক্ষার্থীরা। বিনামূল্যে এ বাস সার্ভিসটি সব পরীক্ষায় দেওয়া হবে।

এ বিষয়ে জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকন বলেন, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। পরীক্ষার্থীদের সমস্যাটি সমাধানে জিয়া মেমোরেবল পক্ষ থেকে বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাস সার্ভিসটি সব পরীক্ষায় দেওয়া হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।