নারায়ণগঞ্জ

চুরির অপবাদে গৃহপরিচারিকার চুল কেটে নির্যাতনের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৭ জুন ২০২৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরির অভিযোগে কিশোরী গৃহপরিচারিকার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ভয়ভীতি দেখিয়ে গৃহপরিচারিকা ও তার পরিবারকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন অভিযুক্ত নারী।

ভুক্তভোগী কিশোরী জানায়, তার মা ভুইগড় রুপায়ন টাউনে ক্লিনারের কাজ করে। সেখানকার লিজা আক্তার নামের এক নারীর ফ্ল্যাটে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে গৃহপরিচারিকার কাজ নেয় সে। মঙ্গলবার রাতে একটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল চুরির অপবাদ দিয়ে প্রথমে ইলেকট্রিক শক পরে চোখে মরিচের গুঁড়া দিয়ে শারীরিক নির্যাতন করেন লিজা আক্তার। পরে মাথার চুল কেটে দেন তিনি।

সে আরও জানান, সন্ধ্যায় খাজিদার শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন ডেকে তাদের কাছে তুলে দেয়। বিষয়টি বৃহস্পতিবার এলাকার কয়েকজনে শুনে তাদের থানায় পাঠায়। থানায় অভিযোগ করেছি।

তবে অভিযুক্ত লিজা আক্তার বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেছি। এখন তাদের আর কোনো অভিযোগ নেই। তারা গ্রামের বাড়ি চলে গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।