নিখোঁজের তিনদিন পর লেকে পাওয়া গেলো শিক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:২১ পিএম, ২৯ জুন ২০২৫

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর হাসিন রাইহান সৌমিক (৩০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্টের লেকের ভেতর ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

সৌমিক বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার তৌফিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যার পর হাঁটার উদ্দেশ্য জলেশ্বরীতলার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরেননি । তখন থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

এ ঘটনায় তার বাবা তৌফিকুর রহমান শুক্রবার সকালে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকা যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এলবি/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।