রাসেলস ভাইপারের ছোবল, পলিথিনে সাপ নিয়ে হাসপাতালে কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৯ জুন ২০২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জে জমিতে ঘাস কাটতে গিয়ে আজিজুল হক পাইক (৬৫) নামে এক কৃষক সাপের কামড়ের শিকার হয়েছেন। পরে তিনি সাপটিকে কাস্তের আঘাতে মেরে পলিথিনে ভরে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসেন। সাপটি বিষাক্ত রাসেলস ভাইপার বলে জানান চিকিৎসক।

রোববার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক। এর আগে শনিবার বিকালে সখিপুর চরভাগা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, আজিজুল হক পাইক শনিবার বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন। এসময় তার হাতে একটি রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। পরে তিনি সঙ্গে থাকা কাস্তে দিয়ে দ্রুত সাপটিকে দেহ থেকে আলাদা করে ফেলেন। এরপর পলিথিনে ভরে সাপটি নিয়ে দ্রুত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ছুটে আসেন। বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রাজ্জাক বলেন, এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আসেন। তাকে ওই সাপটি কেটেছে বলে জানান। পরবর্তীতে তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি পর্যবেক্ষণে আছেন।

বিধান মজুমদার অনি/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।