ভৈরবে অফিসে ঢুকে প্রধান শিক্ষককে মারধর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৯ জুন ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবের পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাসুমকে কার্যালয়ে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতার বিরুদ্ধে ।

রোববার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা আজিম রানা নামে স্থানীয় যুবলীগ নেতা স্কুলের মোটর নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করে সেটি নষ্ট করে ফেলে। এ বিষয়ে প্রধান শিক্ষক একেএম মাসুদ তাকে জিজ্ঞেস করায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর ও লাঞ্ছিত করেন। নিজেকে রক্ষা করতে তিনি অফিস রুমের দরজা বন্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন।

ভৈরবে অফিসে ঢুকে প্রধান শিক্ষককে মারধর

এ প্রধান শিক্ষক একেএম মাসুদ অভিযোগ করে বলেন, স্কুলের ব্যবহৃত পানির মোটর খুলে নিয়ে স্থানীয় যুবলীগ নেতা আজিম রানা পুকুর থেকে পানি সেচ করেন। রোববার সকালে স্কুলে এসে দেখি পানির পাম্প নষ্ট হয়ে রয়েছে। বিষয়টি তাকে জিজ্ঞেস করলে তিনি আমাকে শার্টের কলারে ধরে নাকে-মুখে ঘুসি মারেন। পরে নিজেকে রক্ষা করতে স্কুলের অফিস রুমের বন্ধ করে রাখি।

স্থানীয় বাসিন্দা আব্দুল গণি বলেন, প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয়ে গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি আজিম রানা মারধর করেন। ঘটনাটি খুব মর্মান্তিক।

ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, স্কুল চলাকালীন সময়ে পাশের বাসিন্দা আজিম রানা নামের এক যুবক প্রধান শিক্ষক একেএম মাসুদ রানাকে লাঞ্ছিত করেছেন। এ ঘটনায় যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের সত্যতা পাওয়া যায়। জড়িতকে ধরতে তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।