গোবিন্দগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে (৩৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই গ্রামের আবদুর রউফ মাস্টারের বাড়ির দক্ষিণ পাশের একটি জমির আইলের উপর থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে জমির আইলের উপর অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক সোমবার সকালে জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। আজ মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিচয় বের করার চেষ্টা চালানো হচ্ছে।
অমিত দাশ/এফএ/পিআর