মাছের ঘেরে বিষ প্রয়োগে ৬ লাখ টাকার ক্ষতি


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৬ জুন ২০১৬

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা ও সীতারামপুর গ্রামে ২টি কৈ মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুবৃর্ত্তরা। এতে আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এ দুই ঘেরের মালিকরা।

ঘের ব্যবসায়ী মনোরঞ্জন বিশ্বাস জানান, বাশঁভিটা এলাকার অনুপম বিশ্বাসের ঘের ৩ বছরের জন্য লিজ নিয়ে তিনি কৈ মাছের চাষ করেন। সোমবার সকালে জেলেদের ঘের থেকে মাছ ধরার কথা ছিল, তারা মাছ ধরতে এসে মরা মাছ ভাসতে দেখে।
 
তিনি দাবি করেন, ৭৫ শতকের এ ঘেরে প্রায় ৪৫-৫০ মণ মাছ মরে গেছে। এতে কমপক্ষে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার।

এদিকে একই রাতে সীতারামপুরের আনন্দ বিশ্বাসের কৈ মাছের ঘেরে একই ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৩ লক্ষ টাকার কৈ মাছের পোনা মরে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ বিশ্বাস জানান, ফস-টকসিন নামে এক ধরনের গ্যাস ট্যাবলেট ব্যবহার করে এ মাছ মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাফিজুল নিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।