নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০২ জুলাই ২০২৫

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনের করোনা শনাক্ত হয়।

বুধবার (২ জুলাই) ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১ জুলাই) সকালে জেনারেল হাসপাতালে ভর্তির পর রাতে তার মৃত্যু হয়।

ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, সকাল ১০টার দিকে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, মারা যাওয়া ব্যক্তি করোনা পজেটিভ ছিলেন। জেলায় এখন পর্যন্ত মোট তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কিট স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট শুরু করা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।