বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ছেলেরও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০২ জুলাই ২০২৫

চাঁদপুরে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামের তপদার বাড়ির মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩)।

আব্দুর রব তপদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ছেলেরও

স্থানীয় যুবক মেহেদী হাসান নিরব জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। এসময় পার্শ্ববর্তী আকতার তপদারের দোকান থেকে নেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেঁড়া তারে আব্দুর রব জড়িয়ে স্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে এসে সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের জমি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, ‌আমার বোনজামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে পারবে।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।