বগুড়ায় যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৩ জুলাই ২০২৫

বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা। ৫ জুলাই এ পদযাত্রা ও পথসভা হবে। এতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী।

তিনি বলেন, ৫ জুন আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রাউড ফান্ডিং মডেল সূচনা করি। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আপনার টাকায় এনসিপি চলবে বলে ঘোষণা দিয়েছিলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অল্প কয়েক দিনে দেশ-বিদেশ থেকে আমাদের ওয়েবসাইট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ২১ লাখ টাকার মতো অনুদান এসেছে। সেই অনুদানে ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি সারাদেশে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে। কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত।

সাকিব মাহদী আরও বলেন, শহীদদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায়, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিলেন। এনসিপি জানতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী।

এ পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ শতাধিক নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলন এনসিপির বগুড়ার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এলবি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।