টঙ্গীতে রোহিঙ্গা কিশোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৫ জুলাই ২০২৫

গাজীপুরের টঙ্গী থেকে এক রোহিঙ্গা কিশোরকে (১৫) আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোক্তারবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কিশোর কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে রশিদুল্লাহ রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে যান। পরে গাড়িতে করে শুক্রবার সকালে টঙ্গী এলাকায় এসে নামেন। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মোক্তারবাড়ি রাডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা বলে নিশ্চিত হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ওই রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে তাদের কাছে ওই কিশোরকে হস্তান্তর করা হবে।

মো. আমিনুল ইসলাম/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।