কুষ্টিয়া

পদ্মা নদী থেকে বালু উত্তোলন, দুই যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৬ জুলাই ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর বালু উত্তোলনের অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরও দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন, বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০)। তারা শিলাইদহ এলাকার বাসিন্দা। অপরদিকে দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জিহাদ ও সেলিম রেজা।

রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়।

পদ্মা নদী থেকে বালু উত্তোলন, দুই যুবকের কারাদণ্ড

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আদালত সূত্র জানায়, উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় দুজনকে কারাদণ্ড ও দুজনকে জরিমানা করা হয়।ভ

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।