হবিগঞ্জে আ.লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৬ জুন ২০১৬

হবিগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ভোট দেয়ায় এক ভোটারকে মারপিটের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন সদর উপজেলার পইল ইউনিয়নের ডেমেশ্বর গ্রামের আব্দুল কাইয়ূম ওরফে জুনায়েদ মাস্টার।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মইনুল হক আরিফকে ভোট দেন মামলার বাদী জুনায়েদ মাস্টার। এতে ক্ষিপ্ত হয়ে উঠে একই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগদলীয় প্রার্থী সাহেব আলীর সমর্থকরা।

রোববার রাত ৮টায় স্থানীয় হাতিরথান মসজিদ মার্কেটের সামনে আওয়ামী লীগ কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ কয়েকজন তাকে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর ওই রাতেই তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে তিনি মামলা করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।