জাতীয় পার্টির দিনাজপুর জেলা সভাপতির পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৭ জুলাই ২০২৫

দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি থেকে পদত্যাগ করেছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। সোমবার (৭ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন জাতীয় পার্টির জেলা সভাপতি ছাড়াও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

পদত্যাগপত্রে উল্লেখ করেন, দলীয় কোন্দলের কারণে ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে মৌখিকভাবে জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদস্যদের সামনে জাতীয় পার্টি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। সেই থেকে জাতীয় পার্টির সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। আর আজ (সোমবার) থেকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে দেলোয়ার হোসেন বলেন, ‘আমি আর জাতীয় পার্টি করছি না। সব পদ থেকে অব্যাহতি নিয়েছি।’

এ বিষয়ে জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আহম্মেদ সফি রুবেল বলেন, ‘এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র আমাদের হাতে আসেনি। পদত্যাগপত্র পেলে ঊর্ধ্বতনকে অবহিত করবো।’

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।