দিনাজপুর

অতিরিক্ত ফি আদায়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৯ জুলাই ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে অতিরিক্ত ফি আদায়, সার্বক্ষণিক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা ও বং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. নিলয় দাস, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম, এসআইটি মো. হারুন-অর-রশিদসহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।