বগুড়া

মাদকসহ আলোচিত তুফান সরকারের শ্বশুর-শাশুড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৯ জুলাই ২০২৫

বগুড়ার আলোচিত তুফান সরকারের শ্বশুর-শাশুড়িসহ পাঁচজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ জুলাই) সকালে সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল তাদের আটক করে।

তারা হলেন, বগুড়া শহরের চক সূত্রাপুর জহুরুল পাড়া এলাকার মো. ফেরদৌস (৪৫), সেউজগাড়ি পালপাড়া এলাকার আলম আকন্দ (৪৫), চক সূত্রাপুর এলাকার মো. শাওন শেখ (২৭), সেউজগাড়ি পালপাড়া এলাকার আলম আকন্দের স্ত্রী মোছা. তাসলিমা বেগম (৩৭) ও আলম আকন্দের মেয়ে আইরিন আক্তার সোনালী। এদের মধ্যে আলম আকন্দ ও তাসলিমা বেগম বগুড়ার আলোচিত তুফান সরকারের শ্বশুর ও শাশুড়ি।

অভিযানে আটকদের কাছ থেকে ১১টি দেশীয় অস্ত্র, একটি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও বিপুল পরিমাণ খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।

এল.বি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।