মধ্যপাড়া পাথরখনিতে ফের উৎপাদন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১০ জুলাই ২০২৫

শ্রমিক অসন্তোষের কারণে আটদিন উৎপাদন বন্ধ থাকার পর ফের দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের প্রথম শিফটের শ্রমিকরা খনির নিচে নেমে পাথর উত্তোলন শুরু করেন।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বলেন, আজ সকাল থেকে আবারও খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।

এর আগে ২ জুলাই সকালে শ্রমিক অসন্তোষের জেরে খনির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন প্রোডাকশন প্রফিট বোনাস দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।