বিএনপিকে শ্রমিক নেতা

দলকে আগে দখলবাজ-চাঁদাবাজকে মুক্ত করুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান

বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেছেন, দলকে আগে দখলবাজ ও চাঁদাবাজকে মুক্ত করুন। তারপর ক্ষমতা আসার স্বপ্ন দেখুন। আমরা চাই নির্বাচনের আগে এদেশ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হোক।

তিনি বলেন, আপনারা চাঁদাবাজি করবেন আর ভোট এলে ভোট পাবেন—এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এটা হচ্ছে দিবাস্বপ্ন।

শনিবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিক মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আতিকুর রহমান।

বিএনপিকে উদ্দেশ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশের এমন কোনো হাট-ঘাট বা বাজার নেই যা আপনারা দখল করেননি। দখলবাজি করবেন আর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবেন, এটা আর হবে না। কে এমপি হবেন কে মন্ত্রী হবেন, ওই হিসাব বাদ দিয়ে আগে দলকে নিয়ন্ত্রণ করুন।

দলকে আগে দখলবাজ-চাঁদাবাজকে মুক্ত করুন

তিনি বলেন, ৫ আগস্টের আগের বাংলাদেশ আর পরবর্তী বাংলাদেশ এক নয়। আগামী নির্বাচন হবে চাঁদাবাজির বিরুদ্ধে। আগামী নির্বাচনে জনগণ চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। আপনাদের নিশ্চিত পরাজয় হবে ইনশাআল্লাহ।

টাঙ্গাইল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ ও নেতা মহিববুল্লাহ।

সম্মেলনে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।