পাহাড়ধসে ৫ দিন ধরে মিরসরাই-ফটিকছড়ি সড়কে যোগাযোগ বন্ধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১২ জুলাই ২০২৫

পাহাড়ধসে পাঁচদিন ধরে মিরসরাই-ফটিকছড়ি সড়ক বন্ধ রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ঝরঝরি মাজার সংলগ্ন এলাকায় পাহাড়ধসে সড়কে মাটি জমে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সড়ক দিয়ে থেমে থেমে জরুরি প্রয়োজনে অল্প কিছু সিএনজিচালিত অটোরিকশা আর মোটরসাইকেল চলছে। অটোরিকশা থেকে যাত্রীরা নেমে ঠেলে মাটি পার হতে হচ্ছে তাদের।

পাহাড়ধসে ৫ দিন ধরে মিরসরাই-ফটিকছড়ি সড়কে যোগাযোগ বন্ধ

লেবু চাষি আলাউদ্দিন জানান, পাঁচদিন পার হয়ে গেলেও সড়ক ও জনপদ বিভাগের লোকদের দেখা মেলেনি। অন্য দেশ হলে সঙ্গে সঙ্গে এটির সমাধান করতো। কিন্তু পাঁচদিনেও এর সমাধান হয়নি।

সীতাকুণ্ড-ফটিকছড়ি (অতিরিক্ত) সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, ‘বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না। আজ রাতে এস্কেভেটর সেখানে পৌঁছাবে। কাল সকাল নাগাদ কাজ শুরু হবে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।