কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৩ জুলাই ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডাম্পার ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও চারজন।

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অটোরিকশাচালক বাহার উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা খাতুন (১৫)। আহতরা হলেন, আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে অটোচালক মারা যান। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় অপর চারজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অটো যাত্রী আতিকা খাতুন মারা যায়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোকনুজ্জামান মানু/এমএন/এমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।