চিরিরবন্দরে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৩ জুলাই ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

লায়লা বানু দিনাজপুর জেলা তাঁতি লীগের যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে পুলিশে চাকরি দেওয়াসহ বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

দিনাজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আহসান হাবীব বলেন, ‘একটি মামলায় তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।’

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।