স’ মিলের করাতে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৫ জুলাই ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স’মিলে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের স’মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, স’ মিলে গাছ কাটার সময় অসাবধানতাবশত করাতে কাটা পড়ে শুকুর আলীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত শুকুর আলী স’ মিলের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, গাছ কাটা করাতে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে স’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোকনুজ্জামান মানু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।