চাঁপাইনবাবগঞ্জ

চোরাকারবারি ধরতে বিজিবির ফাঁকা গুলি, ১০ মহিষ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৬ জুলাই ২০২৫
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের ধরতে গিয়ে ফাঁকা গুলি করেছে বিজিবি। এ সময় সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার বাখের আলী সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাখের আলী সীমান্তে অভিযানে যায় বিজিবি। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পায়। তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। গুলির শব্দে তারা পালিয়ে গেলে সেখান থেকে ১০ টি মহিষ জব্দ করা হয়।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।