সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান জানান, ২০০৬ সালের ১৪ আগস্ট জেলার সদর উপজেলার চন্ডিদাসগাঁতি গ্রামের আবু তাহের শেখের মেয়ে তাহমিনা খাতুনের সঙ্গে সুলতানের বিয়ে হয়। এরপর তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ের জন্ম হয়। পরে সুলতান এক লাখ টাকা যৌতুক দাবি করে তার স্ত্রী তাহমিনাকে নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে ২০১৯ সালের ৮ আগস্ট সুলতান স্ত্রীকে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে সুলতান শেখকে আসামি করে ২০২০ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ আদেশ দেন।
এম এ মালেক/আরএইচ/জেআইএম