সেন্টমার্টিনে গভীর সাগরে সাত কোটি টাকার ইয়াবাসহ আটক ১৭

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৮ জুলাই ২০২৫

সেন্টমার্টিন অংশে বঙ্গোপসাগরের গভীর এলাকা প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী টেকনাফ সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযানিক দল বোট দুটিকে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোট দুটিকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারেজ সিগারেটসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাহাঙ্গীর আলম/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।