বাগেরহাটে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
বাগেরহাটের ৯ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসন ও সুন্দরবন পূর্ব বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পূর্ব বন বিভাগের ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, শহিদ আলমগীর মোল্লার ছেলে সাগর মোল্লা, আন্দোলনের সময় আহত শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, চব্বিশের গণহত্যায় নিহত ৯ জনের স্মরণে বকুল গাছের চারা রোপণ করা হয়।
ছাত্র আন্দোলনে শহীদরা হলেন, আলমগীর মোল্লা, আলিফ আহমেদ সিয়াম, মাহফুজুর রহমান, নুরু বেপারি, মো. ছাব্বির ইসলাম সাকিব, জসিম ফকির, শাহরিয়ার হাসান আলভী, বিপ্লব শেখ ও শাহিন হাওলাদার।
আরএইচ/জেআইএম