সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে: আল্লামা মামুনুল হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৯ জুলাই ২০২৫

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘২০২৪ সালের জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি।’

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার নামে বাংলাদেশ ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। দিল্লির গোলামির শিকল ভেঙেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়।’

তিনি বলেন, ‘২০০৯ সালে পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা ও ২০১৩ সালের শাপলা চত্বরে নবিপ্রেমিক তৌহিদি জনতার রক্তে গঙ্গা বইয়ে দেন। ২০২১ সালে মোদীবিরোধী আন্দোলনে হেফাজতের নেতাদের বুকের ওপর গুলি চালিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা ২০২৪ সালে ছাত্র-জনতার লাশ দিয়ে গোটা বাংলাদেশকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল।’

খেলাফত মজলিসের কুড়িগ্রামের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজার সঞ্চালনায় সম্মেলনে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

রোকনুজ্জামান মানু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।