চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২০ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে শ্রী রহিত সিংহ (৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্রী রহিত সিংহ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্রী রাজু সিংহের ছেলে ও চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির শিক্ষার্থী ।

চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, বেলা ১১টার দিকে শিক্ষককে বলে রহিত সিংহ বাইরে যায়। এসময় বিদ্যালয়ের সামনে আম গাছের নিচে বজ্রপাতে আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

সোহান মাহমুদ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।